SSC Test Exam 2024 শুরু ১ অক্টোবর, Test পরিক্ষার প্রশ্ন দেবে বোর্ড

Contents
SSC test exam 2024 বিজ্ঞপ্তিতে বলা হয়েছেSSC 2024 test exam date in Bangladeshশেষ কথা
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে এসএসসির নির্বাচনী বা SSC Test Exam আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।

SSC Test Exam 2024
যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে Test 2024 পরীক্ষার প্রশ্ন সরবরাহ করবে বোর্ড। বাকি বোর্ডগুলিতে কবে হবে তা আমাদের এই পোষ্টেই আপডেট জানিয়ে দেয়া হবে। তাই আপনারা প্রতিদিন আমাদের এই সাইটে এসে আপডেট রাখবেন। এছাড়া আপনারা চাইলে আমাদের Facebook Page এ যুক্ত থেকে আপডেট পেতে পারেন।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

SSC test exam 2024 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
স্কুলগুলোকে বোর্ডের সরবরাহ করা প্রশ্নে এসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে। অনলাইনে প্রশ্ন ডাউনলোডের জন্য প্রয়োজনে পাশের প্রতিষ্ঠানের বা কেন্দ্রস্কুলের সহায়তাও নেওয়া যাবে।

এসএসসি টেস্ট পরিক্ষা ২০২৪ রুটিন
SSC 2024 test exam date in Bangladesh
জানা গেছে, টেস্ট পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে।

আরও পড়ুনঃ একাদশ শ্রেণী উপবৃত্তির জন্য আবেদন ফরম PDF 2023 এবং ফরম পূরণের নিয়ম – এখনি জানুন!
পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

শেষ কথা
এসএসসি ২০২৪ ব্যাচ-এর টেস্ট পরীক্ষা কবে শুরু হবে? – তা আপনারা জানতে পেরেছেন। বাকি বোর্ডের এসএসসি টেস্ট পরিক্ষা কবে হবে তা আমরা এই পোষ্টেই আপডেট জানাব। সেজন্য আপনারা আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন।

এসএসসি পরিক্ষা খুবই গুরুত্বপূর্ন একটি পরিক্ষা। এই পরিক্ষাকে ভয় পাবার দরকার নেই, মাথায় চাপ নেবার দরকার নেই। আপনারা এখন যাস্ট একটু নিয়মিত পড়াশোনা করেন দেখবেন বেশ সহজ পরিক্ষা মনে হবে। এই পরিক্ষা আপনাদের কাছে খেলার মতই মনে হবে।

আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে এসএসসি ২০২৪ এর ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্রের সাজেশন দিয়ে রেখেছি। চাইলে পড়তে পারেন কমন পড়বে পরিক্ষায়। আপনাদের ধন্যবাদ সবাইকে। নিয়মিত পড়াশোনা করুন দেখবেন সব পারবেন পরিক্ষায়??।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *