রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড | Robi Emergency Balance Code 2023

Contents
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড কোথায় ব্যবহার করা যাবে Robi Emergency Balance?Robi Emergency Balance Code 2023আমাদের মতামত
আমরা অনেকেই রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড কত এই সম্পর্কে জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকি। খুব দরকারি সময়ে রবি সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে তখন আপনাকে Robi Emergency Loan গ্রহণ করার জন্য এর কোড জানা খুবই জরুরী।

মূলত বর্তমানে ব্যস্ততম সময়ে আপনি যেকোন সিম ব্যবহার করেন না কেন সেই সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় সম্পর্কে জেনে রাখা খুবই দরকারি এবং ভালো।

তাই আপনারা যারা রবি সিম ব্যবহার করছেন তাদের জন্য রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড জানাবো এই ব্লগ পোস্টে। বর্তমানে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন ইউএসএসডি কোড ব্যবহার করে। আসুন দেখে নেয়া যাক কিভাবে Robi Emergency Balance Loan নেয়া যায়।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হচ্ছে *123*007#, রবি সিমে ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *123*007#। আপনি রবি ইমারজেন্সি লোণ সেবার আওতাভুক্ত হলে অবশ্যই আপনি টাকা ধার নিতে পারবেন। রবি তাদের গ্রাহকদের ব্যালেন্স ব্যবহারের উপর ভিত্তি করে ইমারজেন্সি লোন দিয়ে থাকে। রবি সিমে সর্বনিম্ন ১২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স লোন দেয়া হয়। তবে এক্ষেত্রে রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে একজন যোগ্য গ্রাহক হতে হবে। আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণের ক্ষেত্রে একজন যোগ্য গ্রাহক কিনা চেক করতে *8# ডায়াল করুন। ১২ টাকা কিংবা তার উপরে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

আরও পড়ুনঃ সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ | প্রয়োজনীয় সকল কোড সমূহ

অর্থাৎ আপনাকে যদি রবিতে ১২ টাকা ইমারজেন্সি ব্যালেন্স দেয়া হয় তবে আপনার একাউন্টে ১০ টাকা যুক্ত হবে। রবিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন হিসাবে পাওয়া যায়। আপনার ব্যালেন্স ব্যবহারের পরিমাণ বেশি হলে ১০০ টাকা লোন নিলে আপনার একাউন্টে ৯৮ টাকা জমা হবে।

Robi Emergency Balance Loan Code
Robi Emergency Balance Loan Code
কোথায় ব্যবহার করা যাবে Robi Emergency Balance?
রবি ইমারজেন্সি ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে ব্যবহার করতে পারবেন।
রবি ঝটপট ব্যালেন্স বান্ডেল প্যাকেজ, মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
রবি ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
তবে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে কথা বলার ক্ষেত্রে প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।
Robi Emergency Balance Code 2023
প্রিয় পাঠক, আপনি Robi Emergency Balance Loan নেওয়ার পর কত টাকা ব্যবহার করেছেন বা বর্তমানে একাউন্টে কত টাকা রয়েছে তা জানতে চান, তবে আপনাকে USSD code ডায়াল করতে হবে। রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড হল *1# অথবা *222#, এই কোড দুটির যেকোনো একটি ডায়াল করে আপনি রবি সিমের আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন। এছাড়াও রবি তাদের গ্রাহকদের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করার সুবিধা দিয়ে থাকে। রবি আউটস্ট্যান্ডিং জটপট ব্যালেন্স চেক করতে করতে *8# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।

আরও পড়ুনঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স এর কোড | রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কোড
রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড | Robi Emergency Balance Code 2023
কোথায় ব্যবহার করা যাবে Robi Emergency Balance
আমাদের মতামত
প্রিয় পাঠক, রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার ক্ষেত্রে অফিসিয়ালি কোন অ্যালাউন্সমেন্ট না হলেও একটি সিমের অন্যতম বয়স ৬ মাস পার হবার পর ওই সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে অনেক রবি সিমে ব্যবহারকারীর ব্যালেন্স ব্যবহারের পরিমাণ বেশি হলে এর চেয়েও দ্রুত সময়ে রবি ঝটপট ব্যালেন্স সার্ভিসটি ওপেন করে দেয় গ্রাহকদের জন্য। আশা করি আপনি রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উপরে আমাদের একটি রেটিং দিয়ে দিবেন, এবং আরও কিছু জানার প্রয়োজন হলে আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন।

আপনি পছন্দ করতে পারেন>>

রবিতে টাকা দেখার কোড | রবিতে টাকা দেখে কিভাবে
এয়ারটেল মিনিট চেক কোড ২০২৩ | এয়ারটেল মিনিট অফার দেখার নিয়ম
স্কিটো(Skitto) সিমের যাবতীয় সকল কোড, অফার, মিনিট অফার, এম্বি অফার সম্মন্ধে বিস্তারিত
সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ | প্রয়োজনীয় সকল কোড সমূহ
রবিতে এমবি কিভাবে দেখে,জেনে নিন আমাদের থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *