২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন | এইচএসসি পরীক্ষার রুটিন 2023

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন

বন্ধুরা আশাকরি সবাই ভালোই আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন। যা সকল এইচএসসি পরিক্ষার্থীদের কাজে লাগবে। আপনাদের জন্য এইচএসসি পরীক্ষার রুটিন 2023 নিচে দেয়া হলো। মনোযোগ সহকারে দেখে নিন। দেখে নিন SSC 2024 Syllabus

    ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন    

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ অর্থাৎ Hsc Routine 2023 Pdf প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষা (মানবিক, বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগ) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে, পরীক্ষা (তত্ত্বীয়/সৃজনশীল/রচনামূলক) শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত। ৮ জুন ২০২৩ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এইচএসসি শর্ট সিলেবাস 2022 pdf

এইচএসসি শর্ট সিলেবাস ২০২৩ pdf download Click on it.
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতো। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনাভাই রাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচি এলোমেলো হয়ে যায়। ২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ডিসেম্বর মাসের ২ তারিখ এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এই পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এক মাস পিছিয়ে এখন ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে পরীক্ষার নেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২৩ যে সিলেবাস অনুযায়ী হবে

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

Hsc Routine 2023 Pdf Download

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://dhakaeducationboard.gov.bd/data/20230608134503400664.pdf

 

আরও পড়ুনঃ  HSC short Syllabus 2024 All Subject | এইচএসসি ২০২৪ সংক্ষিপ্ত সিলেবাস
এইচএসসি পরীক্ষার রুটিন সকল বোর্ড
এইচএসসি পরীক্ষার রুটিন সকল বোর্ড
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

এইচএসসি পরীক্ষার সংক্রান্ত নির্দেশনা ২০২৩

সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে হবে।
এইচএসসি পরীক্ষার সংক্রান্ত নির্দেশনা ২০২৩
এইচএসসি পরীক্ষার সংক্রান্ত নির্দেশনা ২০২৩
  • সব পরীক্ষা হবে ৩ ঘণ্টার।
  • সকাল ১০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ।
  • দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
  • প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে।
  • এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না।

    এইচএসসি পরীক্ষার রুটিন 2023    

১৭/০৮/২০২৩ বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। বাংলা (আবশ্যিক) ১ম পত্র [১০১]

২০/০৮/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। বাংলা (আবশ্যিক) ২য় পত্র [১০২]

২২/০৮/২০২৩ মঙ্গলবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র [১০৭]

২৪/০৮/২০২৩ বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র [১০৮]

২৭/০৮/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) [২৭৫]

২৯/০৮/২০২৩ মঙ্গলবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র [১৭৪] ২। হিসাববিজ্ঞান ১ম পত্র [২৫৩] ৩। যুক্তিবিদ্যা ১ম পত্র [১২১]

৩১/০৮/২০২৩ বৃহস্পতিবার,
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র [১৭৫] ২। হিসাববিজ্ঞান ২য় পত্র [২৫৪] ৩। যুক্তিবিদ্যা ২য় পত্র [১২২]

০৩/০৯/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র [১২৫]

০৩/০৯/২০২৩ রবিবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র [২১৮] ২। আরবি ১ম পত্র [১৩৩] ৩। পালি ১ম পত্র [১৩৯]

০৪/০৯/২০২৩ সোমবার, সকাল ১০টা হতে ১টা পর্যন্ত
১। ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র [১২৬]

০৪/০৯/২০২৩ সোমবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র [২১৯] ২। আরবি ২য় পত্র [১৩৪] ৩। পালি ২য় পত্র [১৪০]

০৫/০৯/২০২৩ মঙ্গলবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র [১৭৬] ২। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (মানবিক শাখা) [২৬৭] ৩। ইতিহাস ১ম পত্র [৩০৪] ৪। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র [২৮২] ৫। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র [২৮৬]

০৭/০৯/২০২৩ বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র [১৭৭] ২। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা) [২৬৮] ৩। ইতিহাস ২য় পত্র [৩০৫] ৪। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র [২৮৩] ৫। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র [২৮৭]

আরও পড়ুনঃ  দেখে নিন SSC 2024 Syllabus | এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৪

১০/০৯/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। অর্থনীতি ১ম পত্র [১০৯] ২। প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র [১৮০]

১১/০৯/২০২৩ সোমবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। অর্থনীতি ২য় পত্র [১১০] ২। প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র, ঐচ্ছিক-১ [২২২] ৩। প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয় ) ২য় পত্র, ঐচ্ছিক-২ [১৮২] ৪। প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয় ) ২য় পত্র, ঐচ্ছিক-৩ [১৮৩]

১২/০৯/২০২৩ মঙ্গলবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। পৌরনীতি ও সুশাসন ১ম পত্র [২৬৯] ২। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র [১৭৮] ৩। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র [২৭৭]

১২/০৯/২০২৩ মঙ্গলবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। খাদ্য ও পুষ্টি ১ম পত্র [২৭৯]

১৪/০৯/২০২৩ বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। পৌরনীতি ও সুশাসন ২য় পত্র [২৭০] ২। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র [১৭৯] ৩। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র [২৭৮]

১৪/০৯/২০২৩ বৃহস্পতিবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। খাদ্য ও পুষ্টি ২য় পত্র [২৮০]

১৭/০৯/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র [১২৩] ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ১ম পত্র [২৩৯] ৩। মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র [২৮৮] ৪। চারু কারুকলা (তত্ত্বীয়) ১ম পত্র [২২৫] ৫। নাট্যকলা ১ম পত্র [২২৭]

১৭/০৯/২০২৩ রবিবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। পরিসংখ্যান (তত্ত্বীয়) ১ম পত্র [১২৯] ২। ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ১ম পত্র [২৮৪]

১৮/০৯/২০২৩ সোমবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র [১২৪] ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ২য় পত্র [২৪০] ৩। মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র [২৮৯] ৪। চারু কারুকলা (তত্ত্বীয়) ২য় পত্র [২২৬] ৫। নাট্যকলা ২য় পত্র [২২৮]

১৮/০৯/২০২৩ সোমবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র [১৩০] ২। ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ২য় পত্র [২৮৫]

১৯/০৯/২০২৩ মঙ্গলবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। উচ্চতর গণিত ১ম পত্র [২৬৫] ২। ইসলাম শিক্ষা ১ম পত্র [২৪৯]

১৯/০৯/২০২৩ মঙ্গলবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র [২৭৩] ২। সংস্কৃত ১ম পত্র [১৩৭] ৩। লঘু সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র [২১৬]

২১/০৯/২০২৩ বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। উচ্চতর গণিত ২য় পত্র [২৬৬] ২। ইসলাম শিক্ষা ২য় পত্র [২৫০]

আরও পড়ুনঃ  2023 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস | এইচএসসি শর্ট সিলেবাস 2023

২১/০৯/২০২৩ বৃহস্পতিবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র [২৭৪] ২। সংস্কৃত ২য় পত্র [১৩৮] ৩। লঘু সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র [২১৭]

২৪/০৯/২০২৩ রবিবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র [২৯২] ২। শিশু বিকাশ ১ম পত্র [২৯৮]

২৪/০৯/২০২৩ রবিবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। সমাজবিজ্ঞান ১ম পত্র [১১৭] ২। সমাজকর্ম ১ম পত্র [২৭১] ৩। ক্রীড়া (তত্ত্বীয়) ১ম পত্র [১৫৮]

২৫/০৯/২০২৩ সোমবার, সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত
১। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র [২৯৩] ২। শিশু বিকাশ ২য় পত্র [২৯৯]

২৫/০৯/২০২৩ সোমবার, বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
১। সমাজবিজ্ঞান ২য় পত্র [১১৮] ২। সমাজকর্ম ২য় পত্র [২৭২] ৩। ক্রীড়া (তত্ত্বীয়) ২য় পত্র [১৫৯]

বিশেষ দ্রষ্টব্য রয়েছে: ১০/০৯/২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল ৯.০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শীটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

এইচএসসি পরীক্ষা কবে হবে?

এইচএসসি পরীক্ষা (মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে, পরীক্ষা (তত্ত্বীয়/সৃজনশীল/রচনামূলক) শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩।

শেষ কথাঃ

জাইহোক বন্ধুরা আজকে আমি এই ব্লগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন সম্মন্ধে জানালাম। পরিক্ষা এসে গেছে, কিন্তু কেউ ঘাবড়াবেন না। পরিক্ষা এসেছে সবাই সময়মত পড়বেন। অন্যদের মতযে আদাজল খেয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনায় মাথায় যদি অল্পপড়লেই পড়া ঢোকে তাহলে চিন্তার কারন নাই। তো আজকের মত বিদায় আপনারা আমাদের নিচের অন্যান্য পোষ্টগুলি দেখুন?। পোষ্টটি স্পন্সর করেছে Gadget 24, যারা বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পন্য বিক্রি করে থাকে।

TAG: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন,এইচএসসি পরীক্ষার রুটিন 2023,এইচএসসি শর্ট সিলেবাস 2022 pdf,Hsc Routine 2023 Pdf Download,এইচএসসি পরীক্ষার সংক্রান্ত নির্দেশনা ২০২৩,hsc routine 2023 (new routine) – এইচএসসি রুটিন ২০২৩ – pdf download,hsc routine 2023 dinajpur board,hsc routine 2023 chittagong board,hsc routine 2023 rajshahi board,hsc routine 2023 sylhet board,hsc routine 2023 jessore board,hsc routine 2023 madrasah board,hsc routine 2023 comilla board,hsc routine 2023 mymensingh board,hsc routine 2023 barisal board,hsc routine dhaka board 2023,এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ কুমিল্লা বোর্ড,এইচএসসি পরীক্ষার রুটিন 202৩ ঢাকা বোর্ড।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link