রবি মিনিট দেখার উপায় ২০২৩ | Robi minute check

রবি মিনিট দেখার উপায় ২০২৩
রবি মিনিট দেখার উপায় ২০২৩

রবি মিনিট দেখার একাধিক পদ্ধতি আছে। যখন আপনি একটি মিনিট অফার কিনবেন তখন আপনার ফোনে SMS এর মাধ্যমে রবি মিনিটের ব্যালেন্স চেক কোড পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি এসএমএস পাওয়ার সময় কোডটি নোট করেন তাহলে আপনাকে পরবর্তী কোডটি খুঁজতে অসুবিধা হবে না।

রবি মিনিট দেখার উপায় ২০২৩ – Robi minute check

আমরা এখন আপনার সাথে আলোচনা করব কিভাবে খুব সহজ উপায়ে রবি মিনিটের ব্যালেন্স চেক করবেন। এই পদ্ধতিটি আপনাকে দেওয়া হচ্ছে যাতে করে আপনি খুব দ্রুত রবি মিনিট ব্যালেন্স চেক করতে পারেন।

রবি মিনিট চেক করার নিয়ম

USSD কোড ডায়াল করে মিনিট ব্যালেন্স চেক করুন, প্রথমে আপনার মোবাইল ডায়াল অপশনে যানঃ

 
তারপর ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *222*2#
তারপর আপনি ফোনের স্ক্রিনে রবি সিমের মিনিট ব্যালেন্স দেখতে পাবেন।

আরও পড়ুনঃ  রবি নাম্বার দেখার কোড | রবি নাম্বার কিভাবে টাকা দেখে

রবি সিমের প্রয়োজনীয় কোড

• রবি সিমের নাম্বার চেক কোডঃ *140*2*4#
• রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোডঃ *8444*88# অথবা *222*81#
• রবি সিমের ব্যালেন্স দেখার কোডঃ *222#
• রবি সিমের মিনিট দেখার কোডঃ *222*3# এবং *222*9#
• রবি SMS চেকঃ *222*13#
• রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
• রবি সিমের প্যাকেজ দেখার কোডঃ *140*14#
• রবি সিমের MMS দেখার কোডঃ *222*10#

রবি মিনিট দেখার অন্য উপায়

আপনি বিকল্প পদ্ধতি ব্যবহার করে রবি মিনিট ব্যালেন্স চেক করতে পারেন। রবি অ্যাপের মাধ্যমে সহজেই মিনিট চেকসহ সকল ব্যালেন্স চেক করা যায়। রবি মিনিট চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি করতে হবেঃ


১. প্রথমে Google PlayStore যান।
২. তারপর অনুসন্ধান বাক্সে “My Robi” টাইপ করুন।
৩. “My Robi” অ্যাপটি Install করুন।
৪. আপনার Number দিয়ে Login করুন।
৫. এবার আপনি অ্যাপে রবি মিনিটের Balance চেক করতে পারেন।

আমাদের অন্যান্য পোষ্টঃ 

আরও পড়ুনঃ  রবি ইন্টারনেট অফার, রবি সিমের ২০২৩ এর ইন্টারনেট অফারগুলো জেনে নিন | Robi Internet Offer

এই ছিলো রবি মিনিট দেখার কোড সম্পর্কিত কিছু তথ্য। আশা করি এই পোস্টটি থেকে কিছু হলেও জানতে ও শিখতে পেরেছেন। রবি মিনিট দেখার কোড নিয়ে আমার এই আর্টিকেল আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। 



বাংলাদেশের লেটেস্ট খবর দেখুন Jagroto Bangladesh সাইটে 
Thank You All

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link