Contents
এইচএসসি ২০২৩ প্রচুর শিক্ষার্থী ফেল করেছেশেষ কথা:
এইচএসসি ২০২৩ পরীক্ষার খাতা দেখা নিয়ে দুঃসংবাদ জানিয়েছে শিক্ষকরা। আজকে আমরা এই ব্লগে সে বিষয়গুলো নিয়ে মূলত কথা বলব। তাই সম্পূর্ন নিউজটি পড়ার অনুরোধ রইল।
এইচএসসি ২০২৩ প্রচুর শিক্ষার্থী ফেল করেছে
বর্তমানে পরীক্ষার খাতা গুলো দেখছি, শিক্ষা মন্ত্রণালয় তারা দিন রাত কাজ করছে। যাতে তারা খুব সুন্দরভাবে খাতাগুলো দেখে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে পারে। কিন্তু তারা বলছে অনেক শিক্ষার্থী পরীক্ষার খাতায় ফেল করেছে,এখন কোন বিষয়ে এত শিক্ষার্থী ফেল করেছে জানতে চাইলে তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়।
এইচএসসি ২০২৩ প্রচুর শিক্ষার্থী ফেল করেছে
মূলত শিক্ষকের কাছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, সহ প্রথম দিকে যে পরীক্ষা গুলো হয়েছিল তার খাতা পৌঁছে গেছে এবং সে খাতা গুলোর শিক্ষকরা দেখা শেষ করছে।
এ ক্ষেত্রে আমরা যখন শিক্ষকদেরকে প্রশ্ন করে ছিলাম কিভাবে খাতে দেখা হচ্ছে, তারা বলছে খাতা স্বাভাবিকভাবে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৩ | ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা
বোর্ড থেকে নির্দেশনা প্রদান অনুযায়ী আমরা খাতা দেখছি। ১০০ নম্বরে আমরা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র খাতা পেয়েছি, সেখানে আমরা খুব সুন্দর ভাবে মূল্যায়ন করছি।
আরও পড়ুন:
সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩ / কলেজে ভর্তি ২০২৩
HSC exam 2024 Kobe Hobe: ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কবে হবে
HSC short Syllabus 2024 All Subject | এইচএসসি ২০২৪ সংক্ষিপ্ত সিলেবাস
শিক্ষার্থীরা সেখানে অনেক ভালো ফলাফল করছে, আমরা সহজে শিক্ষার্থীদের কে পাস করতে পারছি এবং ভালো নম্বর দিতে পারছি। অনেক শিক্ষার্থী এই তিনটি বিষয়ে A+ হয়েছে।
তবে বাংলা প্রথম পত্রের খাতা দেখা শিক্ষকরা বলেন সৃজনশীল অংশে অনেক শিক্ষার্থী খারাপ লিখেছে, তাদের পাশ করে দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই ফেলে সংখা তুলনামূলক অনেক বেশি।
আরও পড়ুনঃ 46th BCS Circular Preliminary: ৪৬ তম বিসিএস পরীক্ষার সম্ভাব্য তারিখ – ঘোষণা করেছে পিএসসি
অনেক বান্ডিলাই শিক্ষার্থী ফেলের সংখ্যা অনেক বেশি। তারপর আমরা চেষ্টা করছি তাদেরকে পাস করিয়ে দেওয়ার।
তবে কতটুকু আমরা সহযোগিতা করতে পারব তা জানিনা। ২-১ নাম্বারের কারণে যদি কোন শিক্ষার্থীফায় করে সেখানে আমরা অবশ্যই চেষ্টা করে পাশ করে দেওয়ার। যদি এর থেকে বেশি ব্যবধানে ফেল করে তখন একটু সমস্যা তৈরি হয় আমাদের জন্য।
তবে যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাশ দেওয়া হবে, তাই এখানে আশা করা যাচ্ছে সমস্যা হবে না।
যদি শিক্ষার্থীরা দ্বিতীয় পথে ভালো ফলাফল করে তাহলে আশা করা যাচ্ছে তাদের সম্পূর্ণ বাংলা রেজাল্ট অনেক ভালো হবে।
আরও পড়ুন:
কিভাবে এবং কেন পরীক্ষায় পাস নম্বর ৩৩ হলো?
SSC Test Exam 2024 শুরু ১ অক্টোবর, Test পরিক্ষার প্রশ্ন দেবে বোর্ড
বাংলালিংক অপারেটর দিচ্ছে ৬৩টাকা ক্যাশব্যাক | নগদ রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২৩
তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতা দেখে নিও শিক্ষকরা বলেন মাত্র তিনটি সৃজনশীল লেখার জন্য শিক্ষা বোর্ড বলেছিল।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে সুখবর, জেনে নিন সকল তথ্য
কিন্তু তাও অনেক শিক্ষার্থী ভালোভাবে লিখতে পারিনি, আমরা চেষ্টা করেছি ৩০ নম্বরের মধ্যে ১০ নম্বর দিয়ে শিক্ষাদীদের পাস করে দেওয়ার জন্য।
তবে যদি সৃজনশীল শিক্ষার্থী না লেখে তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না লিখে তারপর তাদেরকে পাশ করে দেওয়া।
শেষ কথা:
শেষ কথা বলতে কিছুই নেই। যে যেমন পরিক্ষা দিয়েছেন তেমন ফলাফল করবেন। এতে করে মন ভাঙার কিছু নেই। কারন পরিক্ষাই সব কিছু নয়। তবে বাকি পরিক্ষাগুলি যেন ভাল হয় সেদিকে নজর রাখুন। আর এমন শিক্ষামূলক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।